খুলনায় অনশনে শ্রমিকের মৃত্যু হাসপাতালে ভর্তি ১২ জন

প্রকাশ: ডিসেম্বর ১৩, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি খুলনা

 খুলনায় আমরণ অনশন কর্মসূচিতে এক পাটকল শ্রমিকের মৃত্যু হয়েছে গতকাল সন্ধ্যায় তিনি মারা যান এছাড়া অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আরো ১২ শ্রমিক ভর্তি হয়েছেন

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান, গতকাল সন্ধ্যা ৬টার দিকে . সাত্তার (৫৮) নামে এক শ্রমিককে হাসপাতালে আনা হয় পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে

তিনি জানান, হাসপাতালে এখনো ১২ জন অসুস্থ শ্রমিক নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ হোসেন বলেন, অনশনে অসুস্থ হয়ে শ্রমিক . সাত্তার মারা গেছেন তিনি প্লাটিনাম জুট মিলের শ্রমিক অনশনস্থলে এখনো অনেক শ্রমিক অসুস্থ হয়ে আছেন

এদিকে অনশন চলাকালে অসুস্থ হয়ে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ইস্টার্ন জুট মিলের আলমগীর হাওলাদার আলীমের কিবরিয়া মুন্সি গতকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আলীম জুট মিলের অনশন ক্যাম্পে ৩২ জনকে শারীরিক দুর্বলতার কারণে স্যালাইন দেয়া হয়েছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫