সুন্দরবনে মাছ ধরার অভিযোগে ৩৩ জেলে আটক

প্রকাশ: ডিসেম্বর ১৩, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি সাতক্ষীরা

 সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ১৩টি নৌকাসহ ৩৩ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ সময় তাদের কাছ থেকে জাল পাঁচ মণ মাছ উদ্ধার করা হয়েছে

গতকাল দুপুরে নৌ-পুলিশের খুলনা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান

তিনি জানান, গত বুুধবার সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বেহালা মরা খাল এলাকা থেকে জেলেদের আটক করে গতকাল সকালে লোকালয়ে আনা হয় আটক জেলেরা খুলনার মোংলা, দাকোপ কয়রার বাসিন্দা অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ জানান, বনদস্যু জিয়া বাহিনীর কবল থেকে অপহূত এক জেলেকে উদ্ধারের জন্য ইন্সপেক্টর জিয়াউর রহমানের নেতৃত্বে বেহালা মরা খালে অভিযান চালায় পুলিশ সময় একটি নৌকাকে চ্যালেঞ্জ করলে তারা জেলে বলে পরিচয় দেয় এবং তাদের দেয়া তথ্যমতে ১৩টি নৌকাসহ ৩৩ জেলেকে আটক করা হয়


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫