বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের বীরত্বগাথা ‘সেই আমি’

প্রকাশ: ডিসেম্বর ১৩, ২০১৯

ফিচার প্রতিবেদক

৭১-এর রণাঙ্গনে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বীরত্বগাথা নিয়ে নির্মিতসেই আমি টেলিফিল্মটি আজ প্রচার হবে চ্যানেল আইয়ে

১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বীরত্বগাথা স্মরণে নির্মাণ করা হয়েছেসেই আমি নামের একটি টেলিফিল্ম। টেলিফিল্মটি আজ শুক্রবার বেলা ২টা ৪৫ মিনিটে চ্যানেল আইয়ের বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে।

টেলিফিল্মটি মূলত মুক্তিযুদ্ধে শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের অবদান ও তার জীবনী নিয়ে নির্মাণ করা হয়েছে। টেলিফিল্মটিতে রাজাকার ও আলবদর বাহিনীর প্রধান চরিত্রে দেখা যাবে সুজিত বিশ্বাসকে।

সেই আমির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ড. মইনুল খান ও পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, নাজনীন হাসান চুমকী, রুনা খান, সমাপ্তি মাসুকসহ আরো অনেকে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫