সংশোধিত পেনশন বিল প্রকাশ ফ্রান্সের

প্রকাশ: ডিসেম্বর ১৩, ২০১৯

বিতর্কিত পেনশন বিল প্রকাশ করেছে ফ্রান্স। এটি কর্মীদের জন্য কল্যাণকর ও বর্তমান পেনশন ব্যবস্থার ত্রুটিগুলো সুরাহা করতে পারবে বলে আশা প্রকাশ করেছে দেশটির সরকার।

বিভিন্ন শ্রমিক সংগঠনের তীব্র বিরোধিতা সত্ত্বেও বুধবার দেশটির বর্তমান জটিল পেনশন ব্যবস্থা সংস্কারের রূপরেখা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপ।

নতুন বিল অনুযায়ী, যেসব কর্মী ক্যারিয়ারের পুরোটা সময় কাজ করবে, তারা মাসে কমপক্ষে ১ হাজার ইউরো (১ হাজার ১০২ ডলার) পাবেন। বাধ্যতামূলক অবসরের বয়স ৬২-তে অপরিবর্তিত রাখা হয়েছে। তবে কেউ চাইলে ৬৪ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন। সেক্ষেত্রে তারা বোনাস পাবেন।

অন্যদিকে শ্রমিক সংগঠনগুলোর বিক্ষোভের মুখে নতুন পেনশন ব্যবস্থায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তন অনুযায়ী, যাদের জন্ম ১৯৭৫ সালের আগে, তারা নতুন সংস্কারের ফলে ক্ষতিগ্রস্ত হবেন না বলে আশ্বাস দিয়েছে সরকার। অন্যদিকে ২০২২ সাল থেকে যারা কর্মজীবনে প্রবেশ করবেন, শুধু তাদের ক্ষেত্রে এ বিল পুরোপুরি প্রযোজ্য হবে।           সূত্র: ডয়েচে ভেলে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫