চলতি বছর ফেরা হচ্ছে না ৭৩৭ ম্যাক্সের

প্রকাশ: ডিসেম্বর ১৩, ২০১৯

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, তারা বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্সের উৎপাদনসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু খতিয়ে দেখছে। সংস্থাটি নিশ্চিত করে বলেছে, বিশ্বজুড়ে গ্রাউন্ডেড থাকা মডেলটির চলতি বছর সেবায় ফেরা হচ্ছে না।

এফএএর প্রধান স্টিভ ডিকসন জানিয়েছেন, সেবায় ফিরতে ৭৩৭ ম্যাক্সকে অনুমতি দেয়ার আগে বেশকিছু কার্যক্রম সম্পন্ন করতে হবে।

চলতি বছর শেষ হওয়ার আগেই ৭৩৭ ম্যাক্স সেবায় ফিরতে পারবে বলে আশা প্রকাশ করেছিল বোয়িং কর্তৃপক্ষ। কিন্তু এফএএর সর্বশেষ বক্তব্য তাদের আশায় পানি ঢেলে দিল। এভাবে ম্যাক্সের সেবায় ফেরা প্রলম্বিত হলে বোয়িং হয়তো বাধ্য হবে এ মডেলের উৎপাদন কমিয়ে এমনকি স্থগিত করে দিতে।

বৈশ্বিক এয়ারলাইনসগুলোর বাণিজ্যিক সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) ডিরেক্টর জেনারেল আলেকজান্দ্রে দে জুনিয়াক সতর্ক করে দিয়ে বলেছেন, বোয়িং ৭৩৭ ম্যাক্সের কার্যক্রম বন্ধ হওয়ার পর যে সংকট তৈরি হয়েছে, তা এখন পর্যন্ত ঠিকভাবে সামাল দেয়া গেছে। কিন্তু বেশিদিন সামাল দেয়া যাবে না।

পরপর দুটি প্রাণঘাতী দুর্ঘটনার জেরে বিশ্বে তিন শতাধিক বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ গ্রাউন্ডেড করা হয়েছে এবং মডেলটি নিয়ে তদন্ত চলছে।           সূত্র: রয়টার্স


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫