জানুয়ারির শেষ সপ্তাহে ঢাকার দুই সিটির ভোট

প্রকাশ: ডিসেম্বর ১১, ২০১৯

বণিক বার্তা অনলাইন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন আগামী জানুয়ারির শেষ সপ্তাহে যে কোনো দিন হবে বলে জানিয়েছেন, ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ।

আজ মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকালে রাজধানীর নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি একথা বলেন। ইসি সচিব বলেন, সিটি নির্বাচন প্রস্তুতি নিয়ে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনে বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এখানে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হতে পারে।

আলমগীর বলেন, “আগেও বলেছি জানুয়ারির শেষ সপ্তাহে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচন হবে। দিন তারিখ এখনও ঠিক হয়নি। আগামী কমিশন সভায় বিষয়টি ফাইনাল হবে।” সেখানে সিদ্ধান্তের পর তফসিল হবে। জানুয়ারির শেষ সপ্তাহ আমাদের লাস্ট ডেট, পরের সপ্তাহ যাওয়ার সুযোগ নেই। কমিশন যে সিদ্ধান্ত নেবে তখনই হবে।

তিনি জানান, ইভিএমে ভোট হতে হলে ভেটার সংখ্যা, ভোটকক্ষ সংখ্যা বিবেচনায় নিতে হবে। কতখানি প্রস্তুতি, জনবল লাগবে- এসব বিবেচনায় নিয়ে কাজ করতে হবে। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের পরে কারা প্রার্থী, ব্যালটে তা চূড়ান্ত হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫