আগামীকালও শাহজালালে দুই ঘন্টা ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকবে

প্রকাশ: ডিসেম্বর ১১, ২০১৯

বণিক বার্তা অনলাইন

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিমান বাহিনীর মহড়া জন্য আজ বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ঘণ্টা ফ্লাইট ওঠা-নামা বন্ধ ছিল। আজকের মতো আগামীকাল বৃহস্পতিবারও সব ধরনের ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই নির্দেশনা জানিয়েছে। 

আগামীকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফ্লাইট ওঠা-নামা বন্ধ রাখতে ইতোমধ্যে সব এয়ারলাইন্সকে নির্দেশনা দিয়েছে বেবিচক।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘১৬ ডিসেম্বরের অনুষ্ঠানের জন্য বুধবার ও বৃহস্পতিবার দুই ঘণ্টা করে বিমান বাহিনীর মহড়া হবে। সেজন্য এই দুইদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট উড্ডয়ন-অবতরণ বন্ধ থাকছে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫