বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৪৮তম শাহাদতবার্ষিকী পালিত

প্রকাশ: ডিসেম্বর ১১, ২০১৯

যথাযোগ্য মর্যাদায় মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন বীর বিক্রম শহীদ মহিবুল্লাহর ৪৮তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। উপলক্ষে গতকাল খুলনার শহীদদের মাজারে খুলনা নেভাল এরিয়া কমডোর ভারপ্রাপ্ত কমান্ডার এসএম মনিরুজ্জামান পুষ্পস্তবক অর্পণ গার্ড অব অনার প্রদান করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সময় খুলনা নৌ-অঞ্চলের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা নৌ-সদস্যরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের নামে নামকরণকৃত নৌবাহিনী জাহাজে পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া বাদ জোহর খুলনা নৌ-অঞ্চলের সব মসজিদে মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী বীর মুুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আইএসপিআর


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫