সুবর্ণচরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধবিষয়ক সংলাপ

প্রকাশ: ডিসেম্বর ১১, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি নোয়াখালী

 নোয়াখালীর সুবর্ণচরে নারীর প্রতি সহিংসতা রুখতে আমরা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে গত সোমবার উপজেলার সৈকত সরকারি কলেজ মাঠে অ্যাকশনএইড বাংলাদেশ, পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ) সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে সংলাপের আয়োজন করা হয়

সংলাপে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস অনুষ্ঠানে অন্যদের মধ্যে অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীষা, সুবর্ণচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম ইবনুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন অনুষ্ঠানের শুরুতেই ধারণাপত্র উপস্থাপন করেন প্রাণের নির্বাহী প্রধান নুরুল আলম মাসুদ সংলাপে অংশ নিয়ে তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রী, জনপ্রতিনিধিসহ পাঁচশতাধিক স্থানীয় বাসিন্দা নারীর জন্য নিরাপদ সুবর্ণচর গড়ে তোলার শপথ নেন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫