হংকংয়ে কয়েক হাজার দোকান বন্ধের আশঙ্কা

প্রকাশ: ডিসেম্বর ১১, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

আগামী ছয় মাসের মধ্যে হংকংয়ে খুচরা বিক্রয় খাতের ৫ হাজার ৬০০-এর বেশি কর্মসংস্থান ছাঁটাই ও কয়েক হাজার দোকান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গুরুত্বপূর্ণ উৎসব মৌসুমেও শহরটির গণতন্ত্রপন্থী বিক্ষোভ অব্যাহতভাবে বিক্রি ব্যাহত করায় এ আশঙ্কা করা হচ্ছে। খবর ব্লুমবার্গ।

হংকং রিটেইল ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন পরিচালিত এক জরিপে অংশগ্রহণকারী প্রায় ৩০ শতাংশ উত্তরদাতা কর্মসংস্থান ছাঁটাই করবে বলে জানিয়েছে। অন্যদিকে ৪৩ শতাংশ উত্তরদাতা জানিয়েছে, ছয় মাস পর তাদের পক্ষে কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে না।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫