১৩ মাসের সর্বোচ্চে চীনের তামা আমদানি

প্রকাশ: ডিসেম্বর ১১, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

চীনের উৎপাদন খাতে চাঙ্গা ভাব ফিরেছে। এতে দেশটিতে তামার চাহিদা বাড়ছে। কয়েক মাস ধরে দেশটির খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীরা শিল্পপণ্যটির আমদানি বাড়াচ্ছেন। এ ধারাবাহিকতায় চলতি বছরের নভেম্বরে দেশটিতে ব্যবহারিক ধাতুটির আমদানি বেড়ে ১৩ মাসের সর্বোচ্চে পৌঁছেছে। দেশটির সরকারি সূত্র সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্য অনুযায়ী, নভেম্বরে দেশটি আন্তর্জাতিক বাজার থেকে সব মিলিয়ে ৪ লাখ ৮৩ হাজার টন তামা (আনোড, পরিশোধিত ও অর্ধপরিশোধিত মিলিয়ে) আমদানি করেছে, যা ২০১৮ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। একই সঙ্গে তা আগের মাসের তুলনায় ৫২ হাজার টন ও ২০১৮ সালের একই মাসের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ বেশি।

এদিকে এ নিয়ে বছরের প্রথম ১১ মাসে দেশটির সামগ্রিক অপরিশোধিত তামা আমদানি দাঁড়িয়েছে ৪৪ লাখ ৫০ হাজার টনে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৫ শতাংশ কম।

চীন বিশ্বের শীর্ষ তামা ভোক্তা দেশ। মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধের জেরে এবার দেশটির অর্থনৈতিক উন্নয়ন প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়েছে। তবে নভেম্বরে দেশটির উৎপাদন খাত অপ্রত্যাশিত উন্নতি লাভ করেছে। ফলে এ খাতে শিল্প ধাতুটির চাহিদা বেড়েছে, যা আমদানি বাড়ানোর পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫