এখনই প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন না মাহাথির

প্রকাশ: ডিসেম্বর ১১, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 সম্ভাব্য উত্তরসূরি আনোয়ার ইব্রাহিমের জন্য প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিতে অঙ্গীকার করলেও এখনই সরে যাচ্ছেন না মাহাথির মোহাম্মদ গতকাল কথা জানিয়েছেন বিশ্বের সবচেয়ে বয়সী প্রধানমন্ত্রী খবর রয়টার্স

৯৪ বছর বয়সী মাহাথির রয়টার্সকে এক সাক্ষাত্কারে জানান, আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের আগে দায়িত্ব হস্তান্তর করবেন না তবে এরপর পদত্যাগের কথা ভাবা যেতে পারে

মাহাথির বলেন, আমি দায়িত্ব হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছি এবং তা করব তবে এপেক সম্মেলনের আগে পদত্যাগ করলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে

তিনি আরো বলেন, আমি অবশ্যই সরে দাঁড়াব এবং আনোয়ারের কাছে দায়িত্ব হস্তান্তর করব যদি জনগণ তাকে না চায়, তাহলে সেটা তাদের ব্যাপার তবে আমি আমার প্রতিশ্রুতি পূরণ করব আমি কোনো অঙ্গীকার করলে তা পূরণ করি

২০২০ সালের ডিসেম্বরে কি তবে ক্ষমতা হস্তান্তর করছেন, এমন প্রশ্নের জবাবে বর্ষীয়ান রাজনীতিবিদ বলেন, যখন সময় হবে তখন দেখা যাবে

দুই অভিজ্ঞ নেতার মধ্যে গত কয়েক দশকের সম্পর্কের টানাপড়েন মালয়েশিয়ার রাজনীতিতে অনেক প্রভাব ফেলেছে চরম শত্রু থেকে পরম মিত্র হওয়া এই দুই রাজনীতিবিদ গত বছর নির্বাচনের আগে জোটবদ্ধ হন এবং সরকার গঠন করেন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫