কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠদের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

প্রকাশ: ডিসেম্বর ১১, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সহযোগী কয়েকজন ব্যবসায়ী সরকারি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন ট্রেজারি দুর্নীতির অভিযোগে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে খবর রয়টার্স

বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর চড়াও হওয়ার পরিপ্রেক্ষিতে হুন সেনকে কাবু করতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে পশ্চিমা দেশগুলো সিদ্ধান্তের অনুসরণে সেনের ঘনিষ্ঠ মিত্রদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র এছাড়া দেশটির সেনাবাহিনীর সঙ্গে চীনের নিবিড় যোগাযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন

এদিকে রয়্যাল কম্বোডিয়ান আর্মড ফোর্সেসের (আরসিএএফ) সাবেক জয়েন্ট চিফ অব স্টাফ কুন কিমের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে মার্কিন ট্রেজারি দেশটির কোহ কং প্রদেশের আবাসন খাত চীনের রাষ্ট্রায়ত্ত আবাসন সংস্থার সঙ্গে সম্পর্কের কারণে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সম্পর্ক থেকে বিপুল অর্থের মালিক হয়েছেন কিম


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫