অর্থ আত্মসাৎ মামলায় বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

প্রকাশ: ডিসেম্বর ১০, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি বগুড়া

 অর্থ আত্মসাৎ মামলায় বগুড়ার ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ ধুনটে চাকরি দেয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের দায়ে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি তিনি তিনি ২০১৭ সালে ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হন

গতকাল দুপুরে ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক ওই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে গ্রেফতারকৃত সুলতান মাহমুদ ধুনট সদরপাড়া এলাকার মৃত আজিজার রহমানের ছেলে তার বিরুদ্ধে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নামে রাজনৈতিক নেতা, পুলিশ, আইনজীবী, শিক্ষকসহ শতাধিক মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে কোটি টাকা হাতিয়ে নেয়ায় অভিযোগ রয়েছে এসব ঘটনায় তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলাও দায়ের করেন ভুক্তভোগীরা এর মধ্যে একটি মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সুলতান মাহমুদের বিরুদ্ধে চাকরি দেয়ার নামে প্রতারণা করে অর্থ আত্মসাতের ঘটনায় আদালতে একাধিক মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে একটি মামলায় আদালত তাকে এক বছরের সাজা প্রদান করেন কিন্তু এর পর থেকেই পলাতক ছিলেন সুলতান মাহমুদ গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫