‘রকেট ইঞ্জিন পরীক্ষা’ করেছে উত্তর কোরিয়া

প্রকাশ: ডিসেম্বর ১০, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 গত রোববার নিজেদের এক স্যাটেলাইট উেক্ষপণ কেন্দ্রে একটি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন করার কথা জানিয়েছিল উত্তর কোরিয়া পরীক্ষার ফলাফল উত্তর কোরিয়ার কৌশলগত মর্যাদা আরো বাড়াতে ব্যবহার করা হবে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছিল কিন্তু বিস্তারিত কিছু জানায়নি তবে গতকাল বিশ্লেষকরা স্যাটেলাইটে ধরা পড়া চিত্র দেখে অনুমান করছেন, দেশটি একটি রকেট ইঞ্জিন পরীক্ষা করে দেখেছে খবর রয়টার্স

যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার পথ পিয়ংইয়ং বন্ধ করে দিয়েছে বলে যখন মনে করা হচ্ছে, তখনই পরীক্ষার কথা জানাল উত্তর কোরিয়া

বিশ্লেষক জেফরি লুইস বলেন, শনিবার প্ল্যানেট ল্যাবের বাণিজ্যিক স্যাটেলাইটে ধরা পড়া ছবিতে একটি রকেট ইঞ্জিনের পরীক্ষা চালানোর জন্য যে ধরনের গাড়ি যন্ত্রপাতি ব্যবহার করা হয়, তা দেখা যাচ্ছে অন্যদিকে রোববার সকালে দেখা চিহ্ন দেখে বোঝা যাচ্ছে যে পরীক্ষা চালানো হয়েছে

ক্যালিফোর্নিয়ার মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের ইস্ট এশিয়া ননপ্রোলিফিরাশন প্রোগ্রাম পরিচালক লুইস বলেন, পরীক্ষা চালানোর উদ্দেশ্যে ডিসেম্বর গাড়ি যন্ত্রপাতি হাজির করা হয় ডিসেম্বর এদের বেশির ভাগই সরিয়ে নেয়া হয় তবে মাটির অবস্থা দেখে বোঝা যাচ্ছে সেখানে পরীক্ষা চালানো হয়েছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫