নভেম্বরেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য কমেছে চীনের

প্রকাশ: ডিসেম্বর ১০, ২০১৯

চলমান বাণিজ্যযুদ্ধের ইতি টানতে একটি সম্ভাব্য চুক্তির প্রথম কিস্তি সম্পন্ন করতে যুক্তরাষ্ট্র চীনের মধ্যস্থতাকারীরা আলোচনা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে নভেম্বরেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য কমেছে চীনের।

কাস্টমস তথ্যানুসারে, গত বছরের একই সময়ের তুলনায় যুক্তরাষ্ট্রে চীনের রফতানি ২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে হাজার ৫৬০ কোটি ডলারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি দশমিক শতাংশ কমে দাঁড়িয়েছে হাজার ১০০ কোটি ডলারে। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে হাজার ৪৬০ কোটি ডলারে।

তবে ফ্রান্সসহ অন্যান্য দেশে চীনের রফতানি বেড়েছে। এতে যুক্তরাষ্ট্রে রফতানি কমার লোকসান সামাল দেয়া গেছে।   সূত্র: এপি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫