থাইল্যান্ড ও মালয়েশিয়ার স্টোর বিক্রি করবে টেসকো

প্রকাশ: ডিসেম্বর ১০, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

থাইল্যান্ড মালয়েশিয়ায় থাকা স্টোরগুলো বিক্রির কথা ভাবছে টেসকো। এশিয়ার দুই উদীয়মান অর্থনীতির দেশে দুই হাজার স্টোর রয়েছে যুক্তরাজ্যের বৃহত্তম রিটেইলার প্রতিষ্ঠানটির। এছাড়া সেখানে অন্তত ৬০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে টেসকো। চুক্তি বাস্তবায়ন হলে আন্তর্জাতিক বাজার থেকে সম্পূর্ণ ব্যবসা গুটিয়ে নেবে টেসকো। আয়ারল্যান্ড বাদে কোম্পানিটির আর একমাত্র যে বিদেশী ইউনিট রয়েছে, তা লোকসানে থাকা ইউরোপিয়ান ইউনিট। খবর বিবিসি।

টেসকো তাদের ওয়েবসাইটে জানায়, অভ্যন্তরীণ বাজার থেকে ক্রয়ের আগ্রহের ভিত্তিতে তা বিক্রির কথা ভাবছে কোম্পানিটি। তবে কোন কোম্পানি বা কোম্পানিগুলো ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে, সে বিষয়ে স্পষ্ট জানায়নি ব্রিটিশ রিটেইল জায়ান্টটি।

বিবৃতিতে কোম্পানিটি আরো জানায়, আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখনই কোম্পানির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে না।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫