আজ রোকেয়া দিবস

প্রকাশ: ডিসেম্বর ০৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

আজ ডিসেম্বর রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মদিন। ১৮৮০ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। দিনটি রোকেয়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৩২ সালের ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। দিবস উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে দেশব্যাপী জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।

১৮৮০ সালের ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে এক জমিদার পরিবারে রোকেয়ার জন্ম হয়। রোকেয়া খাতুন, রোকেয়া সাখাওয়াত হোসেন, মিসেস আরএস হোসেন নামেও লিখতেন এবং পরিচিত ছিলেন তিনি। ঊনবিংশ শতকে নারীরা যখন অবরোধবাসিনী, সেই সময়ে নারীর পরাধীনতার বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫