মেক্সিকো প্রেসিডেন্টের বাসভবনের কাছে গোলাগুলিতে নিহত ৪

প্রকাশ: ডিসেম্বর ০৯, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবন ন্যাশনাল প্যালেসের কাছে গোলাগুলির ঘটনায় চারজন নিহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। শনিবারের ঘটনায় দুজন আহত হয়েছেন। খবর রয়টার্স।

অবশ্য ওই ঘটনার সময় মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর ন্যাশনাল প্যালেসে ছিলেন না। তিনি রাজধানী মেক্সিকো সিটির বাইরে সফরে ছিলেন।

মেক্সিকো সিটি পুলিশ বলছে, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ধারণা করা হচ্ছে টয়লেট করার উদ্দেশ্যে একজন সশস্ত্র ব্যক্তি প্রেসিডেন্ট প্যালেসের কাছে একটি ছোট গলির মধ্যে এক ভবনে প্রবেশ করে। ওই সময় ভবনের দুই ব্যক্তি তাকে বের হয়ে যেতে বললে ওই লোক পিস্তল বের করে গুলি চালায়। 

ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখতে পায় চার ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে ভবনটির চত্বরে পড়ে রয়েছেন, তখন তারা বন্দুকধারীকে লক্ষ্য করে গুলি চালান।

ঘটনাস্থলেই ওই বন্দুকধারী আরো দুজন মারা যান। আহত তিনজনের মধ্যে একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান।

ঘটনার পরপরই শতাধিক পুলিশ কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে গলিটি ঘিরে ফেলেছিল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫