অকুলাস মিডিয়াম কিনছে অ্যাডোবি

প্রকাশ: ডিসেম্বর ০৯, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

ফেসবুক নিয়ন্ত্রিত ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট নির্মাতা অকুলাস উন্নয়নকৃত থ্রিডি ভাস্কর্য নির্মাণসংশ্লিষ্ট টুলঅকুলাস মিডিয়ামকেনার ঘোষণা দিয়েছে অ্যাডোবি ইনকরপোরেশন। বর্তমানে টুল গেম ডেভেলপার, ভিআর ডেভেলপার ফিচার ফিল্ম নির্মাতারা ব্যাপক পরিসরে ব্যবহার করছেন। খবর টেকক্রাঞ্চ।

অকুলাস মিডিয়া কিনতে কী পরিমাণ অর্থ গুনতে হচ্ছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে টুল উন্নয়নে ফেসবুকের অকুলাস বিভাগকে মোটা অংকের অর্থ ব্যয় করতে হয়েছে।

ফেসবুক নিজেদের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট না হওয়ায় এর আগেঅকুলাস স্টোরি স্টুডিওবিক্রি করে দিয়েছিল। এবার অকুলাস মিডিয়াম বিক্রি করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অ্যাডোবির অধিগ্রহণ কবে সম্পন্ন হবে তা নিশ্চিত নয়।

অ্যাডোবির নিয়ন্ত্রণে অকুলাস মিডিয়াম সফটওয়্যারের উল্লেখযোগ্য উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ফেসবুক এখন ভিআর কনটেন্ট উন্নয়নে জোর দিচ্ছে। এরই অংশ হিসেবে সম্প্রতি ভিআর গেম নির্মাতা বিট গেমসকে কিনেছে প্রতিষ্ঠানটি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫