মটোরোলা ওয়ান হাইপার স্মার্টফোন

রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা

প্রকাশ: ডিসেম্বর ০৯, ২০১৯

বাজারে এসেছে মটোরোলার নতুন স্মার্টফোন ওয়ান হাইপার। এতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের পপ-আপ সেলফি ক্যামেরা। ফোনের পেছনে ডুয়াল ক্যামেরার একটিতে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। অন্যটিতে মেগাপিক্সেলের ডেপথ সেন্সর।

মটোরোলা ওয়ান হাইপার স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চলবে। রয়েছে দশমিক ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লে। তবে ডিসপ্লের ওপর কোনো নচ নেই। রয়েছে স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট। সঙ্গে রয়েছে গিগাবাইট র্যাম ১২৮ গিগাবাইট মেমোরি। রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জ সুবিধাসম্পন্ন হাজার এমএএইচ ব্যাটারি।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র এবং লাতিন আমেরিকা ইউরোপের দেশগুলোয় ওয়ান হাইপার বিক্রি শুরু করেছে মটোরোলা। শিগগিরই এশিয়ার বাজারে ছাড়া হবে স্মার্টফোনটি। মটোরোলা ওয়ান হাইপারের দাম ধরা হয়েছে ৩৯৯ ডলার ৯৯ সেন্ট।

            সূত্র: এনডিটিভি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫