মেধা-মননের বিকাশে খেলাধুলার বিকল্প নেই —স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

প্রকাশ: ডিসেম্বর ০৮, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি কুমিল্লা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, মেধা-মননের বিকাশে যেমন খেলাধুলার বিকল্প নেই, তেমনি দেশে তরুণ প্রজন্মকে মাদক জঙ্গিবাদ থেকে রক্ষা করতে খেলাধুলার উন্নয়নেরও কোনো বিকল্প নেই। মন্ত্রী গতকাল বিকালে কুমিল্লার লাকসাম শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, একজন ভালো খেলোয়াড় কখনো বিপথে যেতে পারে না। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা সংস্কৃতি চর্চার প্রতি যত্নবান হতে হবে।

কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবীর বিন আনোয়ার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের।

একই দিন সকালে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ারসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা লাকসামে ডাকাতিয়া নদী পরিদর্শন করেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫