দশ ইভেন্টেই ফাইনালে বাংলাদেশ

উৎসবের প্রতীক্ষায় আরচারি

প্রকাশ: ডিসেম্বর ০৮, ২০১৯

ক্রীড়া প্রতিবেদক

 এসএ গেমস আরচারিতে স্বর্ণ উৎসবের প্রতীক্ষায় বাংলাদেশ ১০ ইভেন্টের মধ্যে শতভাগ ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজরা ফাইনালে প্রত্যাশিত নৈপুণ্য দেখাতে পারলে অনন্য কীর্তি গড়বেন লাল-সবুজ তীরন্দাজরা

কারণ আরচারিতে এসএ গেমসের ইতিহাসে এখনো স্বর্ণপদকের স্বাদ পায়নি বাংলাদেশ এবার হাতছানি দিয়ে ডাকছে একাধিক পদক ১০ ইভেন্টে শতভাগ স্বর্ণপদক এলেও অবাক হওয়ার কিছু থাকবে না যদিও এখনই হাওয়ায় গা ভাসাতে নারাজ বাংলাদেশ

মনে রাখতে হবে ভুটান কিন্তু আরচারিতে ভালো তাদের একজন অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন আমাদের আরচাররা ভালো করছেন সবার দোয়া থাকলে হয়তো ভালো কিছুই অর্জন করবে বাংলাদেশ’—নেপাল থেকে বণিক বার্তাকে বলছিলেন বাংলাদেশ আরচারি ফেডারেশন সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল

গতকাল ছেলেদের রিকার্ভ এককে কোয়ার্টার ফাইনালে রুমান সানা - সেটে নেপালের অসীম শেরচানকে তামিমুল ইসলাম - সেটে ভুটানের লাম দর্জিকে হারিয়েছেন সেমিফাইনালে রুমান সানা - সেটে স্বদেশী তামিমুল ইসলামকে হারিয়ে ফাইনালে ওঠেন স্বর্ণপদকের লড়াইয়ে অন্যতম দেশসেরা আরচারের প্রতিপক্ষ ভুটানের টি-শারিং কিনলে

নারীদের রিকার্ভ এককের কোয়ার্টার ফাইনালে ইতি খাতুন - সেটে নেপালের রাই মিত্রকে মেহনাজ আক্তার মনিরা - সেটে স্বাগতিক আইশা তামাংকে পরাজিত করেন সেমিফাইনালে ইতি খাতুন - সেটে ভুটানের কারমাকে পরাজিত করে ফাইনালে ওঠেন মেহনাজ আক্তার মনিরা ভুটানের তিমা সোনামের সঙ্গে - সেটে ড্র করেন টাইব্রেকারে হেরে যান তিনি

ছেলেদের কম্পাউন্ড এককের কোয়ার্টার ফাইনালে অসীম কুমার দাস ১৪৫-১৩৬ পয়েন্টে শ্রীলংকার কুরুকুলা উদয়াকে সোহেল রানা ১৪২-১৩৮ পয়েন্টে নেপালের সানাথ মাল্লাকে পরাজিত করেন সেমিফাইনালে সোহেল রানা ১৪৫-১৪৪ পয়েন্টে স্বদেশী অসীম কুমার দাসকে পরাজিত করে ফাইনালে ওঠেন স্বর্ণের লড়াইয়ে ভুটানের তানদিন দর্জির মোকাবেলা করবেন সোহেল রানা

নারীদের কম্পাউন্ড এককের সেমিফাইনালে সুমা বিশ্বাস ১৪১-১৩৭ পয়েন্টে শ্রীলংকার দামায়ান্থি থাকশিলাকে পরাজিত করে ফাইনালে নাম লেখান সুস্মিতা বণিক ১৪০-১৪১ পয়েন্টে শ্রীলংকার অনুরাধা করুনারত্নের কাছে হেরে গেছেন স্বর্ণপদকের লড়াইয়ে সুমার প্রতিপক্ষ অনুরাধা করুনারত্নে

ছেলেদের রিকার্ভ দলগত সেমিফাইনালে সানা, তামিমুল রুবেলকে নিয়ে গড়া বাংলাদেশ - সেটে স্বাগতিক নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে স্বর্ণপদকের লড়াইয়ে লাল-সবুজদের প্রতিপক্ষ শ্রীলংকা নারীদের রিকার্ভ দলগত ইভেন্টের সেমিফ


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫