অপ্রত্যাশিত হারে অক্সিজেন হারাচ্ছে সমুদ্র

প্রকাশ: ডিসেম্বর ০৮, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 সমুদ্রে অক্সিজেনের পরিমাণ অপ্রত্যাশিতভাবে হ্রাস পাচ্ছে এবং ডেড জোনের বিস্তার ঘটছে জলবায়ু বিপর্যয় অতিরিক্ত চাষাবাদের ফলে অক্সিজেন হ্রাস হচ্ছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা খবর গার্ডিয়ান

বিজ্ঞানীরা বলছেন, অক্সিজেন স্বল্পতায় হাঙর, টুনা, মার্লিনসহ অন্যান্য বড় মাছের প্রজাতি সবচেয়ে হুমকির মুখে এবং অনেক গুরুত্বপূর্ণ বাস্তুসংস্থান ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে গত এক দশকে ডেড জোনের সংখ্যা চার গুণ বেড়েছে এবং সাতশর মতো অঞ্চলে অক্সিজেন বিপজ্জনক মাত্রায় নেমে এসেছে ১৯৬০-এর দশকে গবেষণা শুরুর সময় যা ৪৫টি অঞ্চলে বিস্তৃত ছিল যেসব এলাকায় অক্সিজেন একেবারে শূন্যের কোটায়, সেগুলোকে ডেড জোন বলা হয়

মাদ্রিদে আয়োজিত জাতিসংঘ জলবায়ু সম্মেলনে তাদের গবেষণার ফলাফল প্রকাশ করে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব ন্যাচার (আইইউসিএন) জলবায়ু সংকট মোকাবেলায় বিভিন্ন দেশের সরকার নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে

আইইউসিএনের ভারপ্রাপ্ত মহাপরিচালক গ্রেথেল অ্যাগুইলার বলেন, আলোচনায় সমুদ্রের স্বাস্থ্য গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হওয়া উচিত বৈশ্বিক উষ্ণতায় সমুদ্রে অক্সিজেন স্বল্পতায় সামুদ্রিক জীবনের ভারসাম্য বিপর্যস্ত হয়ে পড়বে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫