ক্যালিফোর্নিয়ায় অগ্নিকাণ্ড

ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে পিজিঅ্যান্ডই

প্রকাশ: ডিসেম্বর ০৮, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 বিভিন্ন সময়ে ক্যালিফোর্নিয়ায় অগ্নিকাণ্ডের দায়ে ক্ষতিগ্রস্তদের হাজার ৩৫০ কোটি ডলার ( হাজার ২০ কোটি পাউন্ড) ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক (পিজিঅ্যান্ডই) খবর বিবিসি

২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত চারটি বড় অগ্নিকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কোম্পানিটির ঘটনাগুলোর মধ্যে ২০১৮ সালের ক্যাম্প ফায়ার সবচেয়ে বড় ঘটনায় রাজ্যটির প্যারাডাইজ শহরে ৮৫ জন নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে অন্যদিকে ২০১৭ সালে নর্দার্ন ক্যালিফোর্নিয়া ওয়াইল্ডফায়ারসে ৩০ ২০১৬ সালে ওকল্যান্ডের গোস্ট শিপ ফায়ারে ৩৬ জন নিহত হন এছাড়া একই রাজ্যে ২০১৫ সালের বাট ফায়ারে দুজন নিহত কয়েকশ কাঠামো ধ্বংস হয় এসবের সঙ্গে পিজিঅ্যান্ডইর সম্পৃক্ততা খুঁজে পেয়েছেন তদন্তকারীরা


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫