জ্বালানি তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত রাশিয়া ও সৌদি আরবের

প্রকাশ: ডিসেম্বর ০৮, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

বাজার চাঙ্গা করতে জ্বালানি তেলের উত্তোলন আগের নির্ধারিত কোটার তুলনায় আরো বেশি কমিয়ে আনতে যাচ্ছে ওপেকের কার্যত নেতা সৌদি আরব ওপেক বহির্ভূত দেশগুলোর নেতৃত্ব দেয়া রাশিয়া। আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে বাজার চাঙ্গা করতে দেশ দুটি সিদ্ধান্ত নিয়েছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটস।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সৌদি আরব তাদের দৈনিক জ্বালানি তেলের কোটা নির্ধারণ করেছে কোটি লাখ ৫১ হাজার ব্যারেল। যেখানে আগের চুক্তি অনুযায়ী, দেশটি কোটি লাখ ১১ হাজার ব্যারেল পর্যন্ত জ্বালানি তেল উত্তোলন করতে পারত। অন্যদিকে রাশিয়া তাদের দৈনিক উত্তোলন কমিয়ে কোটি ১১ লাখ ২১ হাজার ব্যারেল করতে সম্মত হয়েছে। এর আগের চুক্তি অনুযায়ী, দেশটি কোটি ১১ লাখ ৯১ হাজার ব্যারেল পর্যন্ত উত্তোলন করতে পারত। চলতি বছরের জানুয়ারি থেকে জ্বালানি তেলের দৈনিক উত্তোলন ১২ লাখ ব্যারেল কমিয়ে আনছে ওপেক প্লাস জোট। এর মধ্যেই নতুন করে উত্তোলন আরো কমানোর সিদ্ধান্ত নিল জোটটির নেতৃত্ব দেয়া দেশ দুটি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫