গারুদা এয়ারলাইন

অবৈধভাবে বাইক আমদানির দায়ে চাকরি খোয়ালেন সিইও

প্রকাশ: ডিসেম্বর ০৮, ২০১৯

বেআইনি পথে একটি ক্ল্যাসিক মোটরবাইক আমদানির দায়ে চাকরি খোয়ালেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা গারুদার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অরি আস্কারা।

তার বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে হার্লি ডেভিডসনের একটি ক্ল্যাসিক বাইক দুটি ফোল্ডিং বাইক আমদানির অভিযোগ রয়েছে। বাইকগুলো আমদানি বাবদ তিনি লাখ ৭০ হাজার ডলার (৮২ হাজার পাউন্ড) শুল্ক ফাঁকি দিয়েছেন বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

সংকটে থাকা দেশটির উড়োজাহাজ খাতের জন্য এটি আরেকটি বড় ধাক্কা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে আস্কারা গাড়িগুলো ফ্রান্স থেকে ইন্দোনেশিয়ায় এনেছেন বলে জানিয়েছেন রাষ্ট্র মালিকানাধীন উদ্যোগ খাতের মন্ত্রী এরিক থোহিয়া। তিনি বলেন, একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমেই শুল্ক ফাঁকি দিয়ে গাড়ি আমদানির কাজটি সম্পন্ন হয়েছে। এটি কোনো ব্যক্তি বিশেষের কর্ম নয়, এর সঙ্গে প্রতিষ্ঠানটির একটি অংশ জড়িত।

এদিকে গারুদা আর্থিক ম্যানেজারের রশিদের মাধ্যমে আমস্টারডামে ক্ল্যাসিক বাইকটির মূল্য পরিশোধ করা হয়েছে বলেও জানান থোহিয়া। তার মন্ত্রণালয় পুরো বিষয়টি তদন্ত করে দেখবে বলে জানান তিনি। সূত্র: বিবিসি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫