ব্যক্তিগত গানম্যান নিয়ে উদ্বেগ সংসদীয় কমিটির

প্রকাশ: ডিসেম্বর ০৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

গণপূর্তের প্রভাবশালী ঠিকাদার যুবলীগের কথিত নেতা গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমকে সাতজন দেহরক্ষীসহ সম্প্রতি গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেআইনিভাবে সাত দেহরক্ষী নিয়োগ দিয়েছিলেন তিনি। ফলে জিকে শামীদের সঙ্গে অস্ত্রধারী এসব দেহরক্ষীকেও অস্ত্র আইনের মামলায় আসামি করা হয়। শুধু জিকে শামীম নন, তার মতো আরো অনেকেই আছেন, যারা ব্যক্তিগত গানম্যান নিয়ে চলাফেরা করেন।

সরকারের নেয়া শুদ্ধি অভিযান শুরুর পর একাধিক প্রভাবশালী ব্যক্তির ব্যক্তিগত গানম্যান নিয়ে চলাচলের বিষয়টি সামনে চলে আসে। সম্প্রতি অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে একাধিক সংসদ সদস্য ব্যক্তিগত গানম্যান নিয়ে চলাচলের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বৈঠকে সুনামগঞ্জ- আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, অনেক ক্ষমতাশালী নেতারা গানম্যান নিয়ে ঘুরে বেড়ান। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সার্বক্ষণিক তিনজন গানম্যান নিয়ে বিভিন্ন সভা-সমাবেশে এমনকি পশুর হাটেও যান। বৈঠকে গানম্যান নিয়োগ ব্যবহারের নীতিমালা সম্পর্কে তিনি জানতে চান এবং নীতিমালাবহির্ভূত যারা ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মো. আফছারুল আমীন বলেন, পত্রিকা মারফত জানা যায়, টেন্ডারবাজ জিকে শামীম সাতজন গানম্যান নিয়ে চলাফেরা করতেন। তেমনিভাবে চট্টগ্রাম শহরেও আরেক গডফাদার হেলাল আকবর চৌধুরী বাবর ছয়জন গানম্যান নিয়ে চলাফেরা করতেন। বিষয়টি নিয়ে তিনিও উদ্বেগ প্রকাশ করেন বৈঠকে।

তবে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ব্যক্তিগত গানম্যান নিয়োগের কোনো বিধান নেই। ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্স নিয়ে অস্ত্র সঙ্গে রাখতে পারবেন, তবে তা অন্যের হাতে বা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। গানম্যান ব্যক্তিগত নেয়ার কোনো সুযোগ নেই। যারা নেন তারা আইন পরিপন্থী কাজ করেন।

সংসদীয় কমিটির বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) আবু বকর সিদ্দিক বলেন, ব্যক্তিগত গানম্যান নিয়োগের কোনো বিধান নেই। ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্স নিয়ে অস্ত্র সঙ্গে রাখতে পারবেন, তবে তা অন্যের হাতে বা অন্য কোনো

সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫