দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে হাহাকার

প্রকাশ: ডিসেম্বর ০৭, ২০১৯

মাঠে বিবর্ণ পারফরম্যান্স, ক্রিকেট বোর্ডেও সংকট সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে এখন চলছে হাহাকার শুক্রবার এক শীর্ষ পৃষ্ঠপোষক কোম্পানি ঘোষণা দেয়, দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সঙ্গে তারা চুক্তি নবায়ন করছে না এতে দেশটির ক্রিকেট বোর্ড (সিএসএ) প্রশাসনের ওপর চাপ আরো বাড়ল

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলকে পৃষ্ঠপোষকতা দেয় স্ট্যান্ডার্ড ব্যাংক তবে নানা বিষয় নিয়ে বোর্ডের সাম্প্রতিক বিতর্কের কারণে তারা আর প্রোটিয়াদের সঙ্গে থাকতে চায় না বিতর্কের কারণে বোর্ড প্রেসিডেন্ট ক্রিস নেনজানি সিওই থাবাং মোরোয়ের পদত্যাগের দাবি ওঠে গতকাল অবশ্য অসদাচরণের অভিযোগে মোরোয়েকে বরখাস্ত করেছে সিএসএ মোরোয়ের জায়গায় সাবেক সিইও হারুন লরগাত সাবেক ভারপ্রাপ্ত সিইও জ্যাক ফাউলকে নিয়োগ দিতে পারে

তবে এখনই ক্রিকেট দলটিকে ছেড়ে যেতে পারছে না তারা বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর ৩০ এপ্রিল, সেই পর্যন্ত প্রোটিয়াদের জার্সিতে থাকছে স্ট্যান্ডার্ড ব্যাংকের লোগো

১৯৯৮ থেকে ২০১১ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ক্রিকেটকে পৃষ্ঠপোষকতা দেয় স্ট্যান্ডার্ড ব্যাংক একই সময় তারা ছিল ফুটবলের সঙ্গেও এরপর তারা ক্রিকেট ফুটবল থেকে দূরে থাকে ২০১৬ সালে ফিরে এসে ফের ক্রিকেট বোর্ডের সঙ্গে চার বছরের চুক্তি করে চুক্তিতে তারা প্রোটিয়া বোর্ডকে দিচ্ছে কোটি ৭৩ লাখ ডলার ব্যাংকটি সরে গেলে আর্থিকভাবে বেশ ক্ষতির মুখে পড়বে প্রোটিয়া বোর্ড

রাজ্য সংস্থা সেন্ট্রাল গাউটেং লায়ন্স সিএসএ বোর্ড সিইও মোরোয়ের পদত্যাগ দাবি করে ফরেনসিক অডিটেরও দাবি তোলে গাউটেং আঞ্চলিক সংস্থাটি দাবি করে, আরো সাতটি রাজ্য তাদের সমর্থন দিচ্ছে ফলে ১৪ সংস্থার কাউন্সিলে তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়েই আন্দোলনে নেমেছে ১৪ সংস্থার প্রেসিডেন্টরাই কেন্দ্রীয় বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচন করেন

উদ্ভূত পরিস্থিতিতে আজ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের জরুরি বৈঠক বসার কথা এএফপি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫