আইসিএমএবির অ্যাকাউন্টিং এডুকেটরস কনফারেন্সে বক্তারা

আর্থিক প্রতিবেদনে আস্থা নেই বেশির ভাগ মানুষের

প্রকাশ: ডিসেম্বর ০৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

 বৈশ্বিক ব্যবসায়িক পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে অ্যাকাউন্ট্যান্টদের দায়িত্বেও এসব পরিবর্তনের প্রভাব পড়ছে তারা নতুন সেবার সঙ্গে পরিচিত হচ্ছে পেশাদার অ্যাকাউন্ট্যান্টের সংখ্যার দিক থেকে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে বর্তমানে দেশে পেশাগত অ্যাকাউন্ট্যান্টের সংখ্যা প্রায় চার হাজার, যা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত অন্যদিকে নিরীক্ষকের স্বাক্ষরসহ কোম্পানিগুলোর যেসব আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়, ৬০ শতাংশ মানুষেরই সেগুলোর ওপর আস্থা নেই মুহূর্তে আমাদের প্রয়োজন দক্ষ সৎ পেশাদার অ্যাকাউন্ট্যান্ট আর ধরনের অ্যাকাউন্ট্যান্ট তৈরিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন অ্যাকাউন্টিং শিক্ষকরা

গতকাল ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত দ্বিতীয় অ্যাকাউন্টিং এডুকেটরস কনফারেন্স- বক্তারা এসব কথা বলেন কনফারেন্সের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন আইসিএমএবির ভাইস প্রেসিডেন্ট এডুকেশন কমিটির চেয়ারম্যান জামাল আহমেদ চৌধুরী প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আইসিএমএবির একাডেমিক অ্যাফেয়ার্সের কনসালট্যান্ট নিখিল চন্দ্র শীল এছাড়া এতে বক্তব্য রাখেন আইসিএমএবির প্রেসিডেন্ট এম আবুল কালাম আজাদ মজুমদার আইসিএমএবির সেক্রেটারি মো. আবদুর রহমান খান

আইসিএমএবির প্রেসিডেন্ট এম আবুল কালাম আজাদ মজুমদার তার বক্তব্যে অ্যাকাউন্টিং পেশার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এছাড়া তিনি পেশার চ্যালেঞ্জ বাধাগুলো সম্পর্কেও জানান আইসিএমএবির ভাইস প্রেসিডেন্ট এডুকেশন কমিটির চেয়ারম্যান জামাল আহমেদ চৌধুরী তার বক্তব্যে পরিবর্তনের সঙ্গে পেশাদার অ্যাকাউন্ট্যান্টদের খাপ খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করেন

প্রথম টেকনিক্যাল সেশনে টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দীন আহমেদ ডিজিটাল ট্রান্সফরমেশন: ইজ দ্য অ্যাকাউন্টিং প্রোফেশন রেডি? শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন এতে তথ্যপ্রযুক্তির উন্নয়নের মাধ্যমে বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তন আসন্ন চতুর্থ শিল্পবিপ্লবের ফলে বিভিন্ন পেশায় এর প্রভাব কীভাবে পড়বে, তার ধারণা দেন তিনি সব পেশার মতো অ্যাকাউন্টিং পেশাজীবী শিক্ষকদেরও পরিবর্তনের জন্য প্রস্তুত হতে এবং প্রয়োজনীয় নতুন দক্ষতা জ্ঞান লাভের তাগিদ দেন গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের ফিন্যান্স ডিরেক্টর হাসনাইন তৌফিক আহমেদ সেশনটিতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেশন পরিচালনা করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক পার্থপ্রতীম দেব

দ্বিতীয় টেকনিক্যাল সেশনের মূল বিষয়বস্তু ছিল ইমার্জিং করপোরেট রিপোর্টিং ফ্রেমওয়ার্কস সাসটেইনেবিলিটি রিপোর্টিং: অ্যালাইনিং

সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫