ঘুরে দাঁড়ানোর সম্ভাবনায় মার্কিন শ্রমবাজার

প্রকাশ: ডিসেম্বর ০৭, ২০১৯

চলতি বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ভালো পরিস্থিতি দেখা যায়নি তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ গাড়ি নির্মাতা কোম্পানি জেনারেল মোটরসের (জিএম) শ্রমিক ধর্মঘটের অবসান ঘটেছে এছাড়া মার্কিন শ্রমবাজার ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে খবর সিএনএন বিজনেস

নভেম্বরে মার্কিন শ্রমবাজারে লাখ ৮০ হাজার কর্মসংস্থান যুক্ত হবে বলে আন্তর্জাতিক আর্থিক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান রেফিনিটিভ পরিচালিত এক জরিপে অংশগ্রহণকারী অর্থনীতিবিদরা আশা করছেন অক্টোবরের সংখ্যা ছিল লাখ ২৮ হাজার, যার মধ্যে ৪৬ হাজার শ্রমিক জিএমের কাজ ছেড়ে ৪০ দিনব্যাপী ধর্মঘটে অংশগ্রহণ করেন

লাখ ৮০ হাজার কর্মসংস্থান যুক্ত হওয়ার মধ্য দিয়ে উন্নতির আভাস পাওয়া গেলেও গত বছরের তুলনায় চলতি বছর মার্কিন শ্রমবাজারে নিয়োগের গতি মন্থর হয়ে পড়েছে এছাড়া সম্প্রতি প্রকাশিত অর্থনৈতিক পরিসংখ্যানও প্রত্যাশার তুলনায় দুর্বল থাকতে দেখা গেছে ফলে মুহূর্তে বিশ্বের বৃহৎ অর্থনীতিটি নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে    সূত্র: বিবিসি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫