সিডনির কাছে ‘মেগা ফায়ার’ নিয়ন্ত্রণে ব্যর্থ কর্তৃপক্ষ

প্রকাশ: ডিসেম্বর ০৭, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 অস্ট্রেলিয়ায় সিডনির আশপাশে জ্বলতে থাকা বেশ কয়েকটি বুশ ফায়ার একত্র হয়ে একটি ভয়ংকর মেগা দাবানলে পরিণত হয়েছে নিয়ন্ত্রণহীন দাবানলটি সিডনির উত্তরের বিস্তৃত অঞ্চল পোড়াচ্ছে গতকাল অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ দাবানল নিয়ন্ত্রণ না করতে পারার কথা জানিয়ে অঞ্চলটির বসতবাড়ি জীবন হুমকিতে রয়েছে বলে সতর্ক করেছে খবর এএফপি

নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিসের উপকমিশনার রব রজার্স বলেন, ন্যাশনাল পার্কের বনের একটি অঞ্চলে সম্ভবত আটটির বেশি আগুন একত্রিত হয়ে একটি মেগা ফায়ারে পরিণত হয়েছে সিডনি থেকে মাত্র ঘণ্টা দূরত্বে অবস্থিত অঞ্চলটিতে এরই মধ্যে আগুনে তিন লাখ হেক্টর জমি পুড়ে গেছে দাবানলের কারণে শহরটি আবারো বিষাক্ত ধোঁয়ায় ঢাকা পড়েছে

রজার্স জানান, অগ্নিনির্বাপক কর্মীরা এলাকাবাসীকে বের করে আনা ছাড়া আগুন নিয়ন্ত্রণে বেশি কিছু করতে পারছেন না মূলত শুষ্ক আবহাওয়া তীব্র বাতাসের কারণে আগুন আরো শক্তিশালী হয়ে পড়ছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫