এলকো ওয়্যারস অ্যান্ড কেবলসের যাত্রা

প্রকাশ: ডিসেম্বর ০৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

 দেশের বৈদ্যুতিক কেবলসের বাজারে যাত্রা করেছে এলকো ওয়্যারস অ্যান্ড কেবলস লিমিটেড সম্প্রতি গাজীপুরের শ্রীপুরের শৈলাটে প্রতিষ্ঠানটির কারখানা উদ্বোধন করা হয় যাত্রা শুরুর তিন বছরের মধ্যেই হাজার ৩০০ কোটি টাকার কেবলসের বাজারের ১৫ শতাংশ দখলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কোম্পানিটি

৩১২ শতাংশ জমির ওপর স্থাপিত প্রকল্পটি নির্মাণে ব্যয় হয়েছে ৭৫ কোটি টাকা এর মধ্যে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক ৩৫ টাকা অর্থায়ন করেছে আর উদ্যোক্তাদের বিনিয়োগ ছিল ৪০ কোটি টাকা কোম্পানিটির কারখানা উদ্বোধনী অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি ছিলেন তাছাড়া কোম্পানিটির চেয়ারম্যান রানাদেব দাশ গুপ্ত, পরিচালক মো. কামাল হোসেন মজুমদার, নায়মা রহমান জোয়ারদার, মো. গোলাম মোরশেদ রাসেল, মুহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ আমজাদ হোসেন, মুসরাত দাস গুপ্ত, ব্যবস্থাপনা পরিচালক তারেক মাহমুদ মতিনসহ কোম্পানি রূপালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫