বুয়েটের আট শিক্ষার্থীকে হল থেকে আজীবন বহিষ্কার

প্রকাশ: ডিসেম্বর ০৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

র‌্যাগিংয়ের ঘটনায় জড়িত থাকার দায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিতুমীর হলের আট শিক্ষার্থীকে হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মেয়াদের জন্য হল থেকে বহিষ্কৃত হয়েছেন আরো ছয় শিক্ষার্থী। ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে এক শিক্ষার্থীকে।

বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক এবং বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনের সদস্য সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫ জন শিক্ষার্থীর বিরুদ্ধে নেয়া শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করা হয়।

একাডেমিক কার্যক্রম থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং তিতুমীর হল থেকে আজীবনের জন্য বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন মো. তানভীর হাসনাইন, মির্জা মোহাম্মদ গালিব, মো. জাহিদুল ইসলাম, মো. মুস্তাসিন মঈন, আসিফ মাহমুদ, মুনতাসির আহমেদ খান, মহিবুল্লাহ হক মুগ্ধ আনফালুর রহমান।

বিভিন্ন মেয়াদে আবাসিক হল থেকে বহিষ্কার ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে মো. জাহিদুল ইসলাম, জিহাদুর রহমান, মো. এহসানুল সাদ, আবিদউল কামাল, মোহাম্মদ সায়াদ মাহমাদুল হাসান রবিনকে।

ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে তিতুমীর হলের আরেক শিক্ষার্থী মো. হাসিবুল ইসলামকে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫