মালয়েশিয়া থেকে শ্রমিকদের ফেরাতে বিমানের ১৬টি বিশেষ ফ্লাইট

প্রকাশ: ডিসেম্বর ০৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়া সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় বাংলাদেশে ফিরে আসছেন অবৈধ শ্রমিকরা। এরই মধ্যে ফিরে এসেছেন ২৯ হাজার শ্রমিক। আরো কয়েক হাজার আছেন ফেরার অপেক্ষায়। তবে টিকিট সংকটে আটকে আছেন অনেকে। তাদের দেশে ফিরিয়ে আনার জন্য চলতি মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-মালয়েশিয়া রুটে তাদের নিয়মিত ফ্লাইটের অতিরিক্ত হিসেবে ১৬টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।

গতকাল গণমাধ্যমে পাঠানো বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য বোয়িং ৭৩৭ ৭৮৭- ড্রিমলাইনার দিয়ে এসব ফ্লাইট পরিচালনা করা হবে। মালয়েশিয়ান সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় টিকিট সংকটের কারণে আটকে পড়ায় তাদের সহায়তায় সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনার জন্য বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইনস সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে দেশের মানুষের প্রতি বিমানের সবসময়ই একটি দায়বদ্ধতা রয়েছে। বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস সেই দায়বদ্ধতা থেকেই দেশের মানুষ প্রবাসী শ্রমজীবী ভাইবোনদের প্রতি দায়িত্ব পালনের অংশ হিসেবে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫