বিশ্ববিদ্যালয় শিক্ষকদের হতে হবে স্নেহশীল অভিভাবকতুল্য —রাষ্ট্রপতি

প্রকাশ: ডিসেম্বর ০৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্নেহশীল অভিভাবকের মতো আচরণ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ছাত্র-শিক্ষকের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা আবশ্যক। এক্ষেত্রে শিক্ষকদের হতে হবে স্নেহশীল, অভিভাবকতুল্য।

গতকাল চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি মাইলফলক। একই সঙ্গে তা স্নাতকদের জন্য স্মরণীয় দিন। সনদের সম্মান তোমাদের রাখতে হবে। মনে রাখতে হবে, তোমাদের অর্জনে মানুষের অনেক অবদান রয়েছে। তোমরা তোমাদের সেবা, সততা, নিষ্ঠা, দেশপ্রেম দিয়ে সনদের মান সমুন্নত রাখবে।

স্বাধীনতা সংগ্রামের চেয়েও দেশ গড়ার সংগ্রাম বেশি কঠিন। দেশ গড়ার সংগ্রামে আরো বেশি আত্মত্যাগ, আরো বেশি ধৈর্য, আরো বেশি পরিশ্রম দরকারবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাণী স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রপতি বলেন, জাতির পিতার কথাগুলো তোমরা বুকে ধারণ করে দেশ গড়ার কাজে ব্রত হবে প্রত্যাশা করি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অন্তর্নিহিত মেধার সৃজনশীল বিকাশের সব আয়োজন নিশ্চিত করা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫