ডিএসইতে ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন

প্রকাশ: ডিসেম্বর ০৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ব্লক মার্কেটে ১০ কোম্পানির মোট ২৮ লাখ ৩৩ হাজার ২৪টি শেয়ার ১৬ কোটি ৩৪ লাখ ৪২ হাজার টাকায় লেনদেন হয়েছে।

ডিএসই সূত্র অনুযায়ী, গতকাল স্টক এক্সচেঞ্জটিতে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ১০ কোটি ৮৩ লাখ ৫১ হাজার টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এর পরই রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। গতকাল ব্যাংকটির ২ কোটি ৩৫ লাখ ৬ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। ১ কোটি ৩০ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ব্লকে লেনদেন করে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড রয়েছে তালিকার তিন নম্বরে।

এছাড়া গতকাল ব্লক মার্কেটে শেয়ার লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলো হলো সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, সিঙ্গার বিডি, সুহূদ ইন্ডাস্ট্রিজ, কপারটেক ইন্ডাস্ট্রিজ, এভিন্স টেক্সটাইলস, জেনেক্স ইনফোসিস ও রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫