ঋণ জালিয়াতির মামলা

এসকে সিনহার বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দুদকের

প্রকাশ: ডিসেম্বর ০৫, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

জালিয়াতি করে ফারমার্স ব্যাংক থেকে কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক। গতকাল অনুমোদন পাওয়া অভিযোগপত্রটি শিগগিরই আদালতে দাখিল করা হবে।

অভিযোগপত্র অনুমোদন দেয়ার বিষয়টি নিশ্চিত করে দুদকের মহাপরিচালক সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, এসকে সিনহার বিরুদ্ধে দুজন সাধারণ ব্যক্তির নামে কোটি টাকার ভুয়া লোন সৃষ্টি করে নিজের অ্যাকাউন্টে নিয়ে আত্মসাৎ মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা হয়েছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন বেনজীর আহমেদ। মামলায় এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নেয়া হয়। পরে কমিশন তাতে অনুমোদন দেয়।

তিনি বলেন, অভিযোগপত্রে আসামির তালিকায় তত্কালীন ফারমার্স ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান বাবুল চিশতীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আর মামলার আসামিদের মধ্যে ব্যাংকটির গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক মো. জিয়া উদ্দিন আহমেদকে তদন্ত কর্মকর্তা বাদ দিয়েছেন। তবে একজন নতুন যুক্ত হওয়ায় একজন বাদ পড়ায় আসামি ১১ জনই থাকছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫