কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে আহত যুবকের মৃত্যু

প্রকাশ: ডিসেম্বর ০৫, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি কুড়িগ্রাম

 কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত যুবক আবুল হাসেমের মৃত্যু হয়েছে গত মঙ্গলবার রাত ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি

এর আগে মঙ্গলবার সকালে বিএসএফের গুলিতে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়ন বিজিবির পাখিউড়া ক্যাম্পের নায়েক সুবেদার রবিউল ইসলাম মৃত আবুল হাসেম নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়ার কালাইর চর গ্রামের আবু বক্করের ছেলে

কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়ন বিজিবির পাখিউড়া ক্যাম্পের নায়েক সুবেদার রবিউল ইসালাম জানান, মঙ্গলবার ভোরে আবুল হাসেমসহ চার-পাঁচজনের একটি দল গরু আনার উদ্দেশ্যে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৩৯-এর পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের সয়তাল মারী এলাকার ২০০ গজ ভেতরে প্রবেশ করে আসামের ধুবরী জেলার ৪১ বিএসএফের সয়তালমারী ক্যাম্পের বিএসএফ তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় হাসেম পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে গোপনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি মারা যান


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫