ফিলিপাইন-বাংলাদেশ ব্যবসা সম্প্রসারণে চুক্তি সই

প্রকাশ: ডিসেম্বর ০৫, ২০১৯

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ ফিলিপাইনের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ এবং  বেসরকারি খাতের উন্নয়নে সমঝোতা চুক্তি সই হয়েছে। চট্টগ্রাম চেম্বার ফিলিপাইনের  চেবু চেম্বারের সঙ্গে মঙ্গলবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তি সম্পাদিত হয়।

চুক্তিতে চট্টগ্রাম চেম্বারের পক্ষে সভাপতি মাহবুবুল আলম চেবু চেম্বারের পক্ষে ফিলিপাইন্স এশিয়া প্যাসিফিক অ্যাফেয়ার্সের ইনচার্জ সাবেক রাষ্ট্রদূত ম্যায়নার্দো এলবি.মন্টিলেগ্রি সই করেন। সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি মাসুদ বিন মোমেন, ম্যানিলার বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামসহ দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চেম্বারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেম্বার সভাপতি বিদেশী বিনিয়োগ আকর্ষণে বর্তমান ব্যবসা বিনিয়োগবান্ধব সরকারের গৃহীত নীতিমালা এবং প্রণোদনামূলক সুযোগ-সুবিধা তুলে ধরে বাংলাদেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল হাইটেক পার্কসহ চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ফিলিপাইনের বিনিয়োগ কামনা করেন।

মাহবুবুল আলম বাংলাদেশের উন্নত মানের চাল, আলু, ফলমূল, ওষুধ, প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী যাতে সহজে ফিলিপাইনের বাজারে ঢুকতে পারে, সে লক্ষ্যে প্রতিনিধি দলের সহায়তা কামনা করেন।

প্রতিনিধি দলের নেতা ম্যায়নার্দো এলবি. মন্টিলেগ্রি বিগত বছরগুলোয় বাংলাদেশের অভাবনীয় সাফল্যের প্রশংসা করে বলেন, বাংলাদেশ হতে যাচ্ছে এশিয়ার অন্যতম অর্থনৈতিক সুপার পাওয়ার।

ম্যায়নার্দো বন্দরনগরী চেবু চট্টগ্রামের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বেসরকারি খাতের কল্যাণে ব্যবসায়ীদের যোগাযোগ বৃদ্ধিতে চিটাগাং  চেম্বারের সহযোগিতা কামনা করেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫