চিরনিদ্রায় শায়িত হলেন ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু

প্রকাশ: ডিসেম্বর ০৫, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি মৌলভীবাজার

 চিরনিদ্রায় শায়িত হলেন ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু গতকাল দুপুর ১২টায় মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়

এর আগে সকালে কুলাউড়ার উছলাপাড়ায় নিজ বাড়িতে রওশন আরা বাচ্চুর মরদেহ নিয়ে আসা হয় তাকে শেষবারের মতো দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজন এলাকাবাসী বেলা ১১টায় নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যায়ল মাঠে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা নিবেদন করেন এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়

ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক নাজিয়া শিরীন, পুলিশ সুপার ফারুক আহমদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন

উল্লেখ্য, গত সোমবার রাতে ৮৭ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫