জ্বালানি তেল উত্তোলন ১৫ লাখ ব্যারেল কমাতে পারে ওপেক প্লাস

প্রকাশ: ডিসেম্বর ০৫, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

জ্বালানি তেলের বাজার চাঙ্গা করতে উত্তোলন আরো কমাতে পারে ওপেক প্লাস জোট। ২০২০ সালের শেষ নাগাদ জ্বালানি তেলের দৈনিক উত্তোলন ১৫ লাখ ব্যারেল পর্যন্ত কমাতে পারে জোটটি। আজ আগামীকাল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠেয় জোটের বৈঠক থেকে এমন সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে আমেরিকার বহুজাতীয় বিনিয়োগকারী ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গান চেজ। খবর রয়টার্স।

জ্বালানি তেলের অব্যাহত দরপতন ঠেকিয়ে বাজার চাঙ্গা করতে দীর্ঘদিন ধরে কাজ করছে ওপেক প্লাস জোট। জ্বালানি তেলের রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ওপেক বহির্ভূত দেশগুলো নিয়ে জোট তৈরি। যার নেতৃত্বে রয়েছে যথাক্রমে সৌদি আরব রাশিয়া। জোটের মধ্যেকার চুক্তি অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগামী মার্চ পর্যন্ত জ্বালানি তেলের দৈনিক উত্তোলন সম্মিলিতভাবে ১২ লাখ ব্যারেল কমিয়ে আনছে জোটটি। যার মধ্যে কেবল ওপেককেই কমাতে হচ্ছে দৈনিক আট লাখ ব্যারেল। তবে এতেও বাজার চাঙ্গা না হওয়ায় নতুন করে উত্তোলন কমানোর সময় পরিমাণ বাড়াতে জোটটি সম্মত হতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

জেপি মর্গানের বিশ্লেষক ক্রিস্টিয়ান মালেক মনে করেন, বৈঠকে সৌদি আরব তাদের উত্তোলন আগের নির্ধারিত কোটা থেকে ৩০ লাখ ব্যারেল কমিয়ে দৈনিক এক কোটি ব্যারেলে নিয়ে আসতে পারে। পাশাপাশি রাশিয়া, ইরাক নাইজেরিয়ার মতো দেশগুলোকে চুক্তি অনুযায়ী উত্তোলন করতে চাপ প্রয়োগ করতে পারে সৌদি আরব।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫