ভারতে ক্রেডিট সার্ভিস চালু

গ্রাহকদের ৫ মিনিটে ঋণ দেবে শাওমি

প্রকাশ: ডিসেম্বর ০৫, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

ভারতীয় গ্রাহকদের জন্য বিস্তৃত পরিসরে ক্রেডিট সার্ভিস চালু করেছে চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি। মি ক্রেডিট নামের সেবার আওতায় শাওমির স্মার্টফোন ব্যবহারকারী ভারতীয় গ্রাহকদের মিনিটের মধ্যে ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর এনডিটিভি ইন্ডিয়া টুডে।

ভারতে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম শাওমি। এর আগে ভারতীয় গ্রাহকরা শাওমির মি পে সেবা উপভোগ করতে পারতেন। শাওমির নিজস্ব অ্যাপের মাধ্যমে অনলাইনে অর্থ স্থানান্তরের সুবিধা ছিল।

এবার ভারতীয় গ্রাহকদের জন্য শাওমি নিয়ে এসেছে মি ক্রেডিট। এটা মি পের থেকে সম্পূর্ণ ভিন্ন সেবা দেবে। সেবা ব্যবহার করে সব ধরনের প্রক্রিয়া সম্পন্নের পর মাত্র মিনিটের মধ্যে একজন গ্রাহক সর্বোচ্চ লাখ রুপি (ভারতীয় মুদ্রা) ঋণ পাবেন। ভারতের শীর্ষ কয়েকটি ব্যাংক প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে।

শাওমির স্মার্টফোন ব্যবহারকারী ভারতীয়রা গুগল প্লে স্টোর থেকে মি ক্রেডিট অ্যাপটি ডাউনলোড দিতে পারবেন। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫