চুয়েট সমাবর্তনে সনদ পাচ্ছেন ২২৩১ স্নাতক

প্রকাশ: ডিসেম্বর ০৪, ২০১৯

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

 চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চতুর্থ সমাবর্তন আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি এবং চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমাবর্তনের প্রচার মিডিয়া উপকমিটির সভাপতি অধ্যাপক . আসিফুল হক

লিখিত বক্তব্যে আসিফুল হক জানান, ২০১২ সালের ১০ অক্টোবর থেকে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা সমাবর্তনে অংশ নেবেন এছাড়া দেশী-বিদেশী অতিথি সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন সমাবর্তনে ডিগ্রি পাওয়া হাজার ২৩১ জনের মধ্যে স্নাতক রয়েছেন হাজার ১৪৮ জন, স্নাতকোত্তর ৭৯ জন, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা দুজন পিএইচডি দুজন এদিকে সমাবর্তন অনুষ্ঠানে সর্বোচ্চ সিজিপিএধারী চার শিক্ষার্থীকে দেয়া হবে বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক

এবার সমাবর্তন বক্তা থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক . কে আজাদ চৌধুরী সময় বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক . কাজী শহীদুল্লাহ

এদিকে চুয়েটের ৫০ বছর পূর্তিতে ডিসেম্বর দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্যমন্ত্রী . হাছান মাহমুদ, বিশেষ অতিথি চসিক মেয়র নাছির উদ্দীন এবং রেলপথসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র সমন্বয় শোভাযাত্রা উপকমিটির সদস্য সচিব অধ্যাপক . জিএম সাদিকুল ইসলাম, প্রচার মিডিয়া উপকমিটির সদস্য এটিএম শাহজাহান, ভিসি অফিসের সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান চুয়েটের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫