বগুড়ার নতুন ইউনিয়ন সুখানপুকুর

প্রকাশ: ডিসেম্বর ০৪, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি বগুড়া

 বগুড়ায় সুখানপুকুর নামে আরেকটি ইউনিয়ন গঠন করা হয়েছে গাবতলী উপজেলার নেপালতলী সোনারায় ইউনিয়ন ভেঙে ৩৫টি গ্রাম নিয়ে নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে গত ২১ নভেম্বর -সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয় এতে বগুড়ায় ইউনিয়নের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৯-

গাবতলী উপজেলা পরিষদ সূত্র জানায়, উপজেলার নেপালতলী ইউনিয়নের একাংশের সঙ্গে সোনারায় ইউনিয়নের তিনটি মৌজা যুক্ত করে সুখানপুকুর নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে সুখানপুকুর ইউনিয়নের আওতায় যেসব গ্রাম রয়েছে সেগুলো হলো চকরাধিকা, সুখানপুকুর, কিশমত কাঁকড়া, কেশবেরপাড়া-, চামুরপাড়া, নতুরপাড়া, সুখানপুকুর বন্দর, কুড়িরপাড়া, কেশবেরপাড়া-, পাথারের পাড়া, নিজ কাঁকড়া, ধলিরচর, উত্তর সরাতলি, পার কাঁকড়া, ভাঙ্গিরপাড়া, ময়নাতলা, কাজলাপাড়া, নজরারপাড়া, মমিনহাটা, মহিষবাতান, কাশিহাটা, তেলিহাটা, তেলিহাটা মধ্যপাড়া, পাঁচানীপাড়া, নয়াপাড়া, শাহাপাড়া, মাসুন্দি, ত্রিমোহনী-, ত্রিমোহনী-, আমতলীপাড়া, খিরাপাড়া, ডঙর, ডিহি ডঙর, চক ডঙর সানাইপুকুর

বগুড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি টিএম মুসা পেস্তা জানান, সুখানপুকুর একটি গুরুত্বপূর্ণ এলাকা সুখানপুুকুরের নামে ইউনিয়ন ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এলাকাবাসী কৃতজ্ঞ

বগুড়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুফিয়া নাজিম জানান, নবগঠিত সুখানপুকুর ইউনিয়ন বিষয়ে গত ২১ নভেম্বর গেজেট প্রকাশ হয়েছে ইউনিয়নে নয়টি সাধারণ ওয়ার্ড, তিনটি সংরক্ষিত ওয়ার্ড, ১৬টি মৌজা ৩৫টি গ্রাম রয়েছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫