দিনাজপুর ও চুয়াডাঙ্গায় টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

প্রকাশ: ডিসেম্বর ০৪, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি দিনাজপুর ও চুয়াডাঙ্গা

 দিনাজপুর চুয়াডাঙ্গায় গতকাল থেকে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি দুপুর ১২টায় দিনাজপুর ইনস্টিটিউট চত্বরে বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল আলম অন্যদিকে বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে পেঁয়াজ বিক্রি উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার

দিনাজপুর ইনস্টিটিউট চত্বরে ৪৫ টাকা কেজি দরে টিসিবির পেঁয়াজ কিনতে আসে বহু মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তারা পেঁয়াজ কেনে জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেন, মজুদ থাকা পর্যন্ত টিসিবির পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকবে প্রতিদিন এক টন করে শহরের বিভিন্ন পয়েন্টে পেঁয়াজ বিক্রি হবে

এদিকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, প্রথম দিন টিসিবি ডিলার আলমডাঙ্গা উপজেলার মেসার্স কাকুলি টেড্রার্সের সিরাজুল ইসলামের অনুকূলে চার টন পেঁয়াজ বরাদ্দ দেয়া হয় চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে আরো বরাদ্দ পাওয়া যাবে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫