খুলনায় নতুন ও পুরনো পেঁয়াজের দাম প্রায় এশন

প্রকাশ: ডিসেম্বর ০৪, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি খুলনা

খুলনার বাজারগুলোয় নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। দামও অনেক বেশি। প্রতি কেজি পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। পুরনো দেশী পেঁয়াজও একই দামে বিক্রি হচ্ছে।

খুলনার বড় বাজারের একজন খুচরা বিক্রেতা জানান, নভেম্বর থেকে নতুন পেঁয়াজের পাইকারি দামই ছিল ১৯০ টাকা কেজি। দুদিন আগে তিনি ১৭০ টাকায় কিনেছেন। খুচরায় বিক্রি করছেন ১৯০ টাকা কেজি দরে।

খুলনার ট্রাক টার্মিনালসংলগ্ন পাইকারি কাঁচা বাজারের মেসার্স ইমরান বাণিজ্য ভাণ্ডারের রফিকুল ইসলাম জানান, নতুন দেশী পেঁয়াজ আসতে শুরু করেছে। তবে পুরনো পেঁয়াজের সঙ্গে দামে পার্থক্য তেমন নেই। নভেম্বর ১৭৫ টাকা কেজি দরে কিনে এনে ১৯০ টাকা দরে বিক্রি করতে হয়েছে। পুরনো পেঁয়াজও ১৯০-২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে খুলনায় টিসিবির ট্রাক সেল খোলা বাজারে একই পেঁয়াজ বিক্রি হচ্ছে দেখে ক্রেতারা কিছুটা বিভ্রান্ত। এসব পেঁয়াজ পাইকারিতে ১২০ টাকা এবং খুচরা ১৪০-১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। যেখানে টিসিবির ট্রাক সেলে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪৫ টাকা।

ব্যাপারে জানতে চাইলে টিসিবি খুলনার কর্মকর্তা মো. রবিউল মোর্শেদ বলেন, একই পেঁয়াজ সরকার আমদানিকারকরা এনেছেন। তাই টিসিবি খোলা বাজারে এমন চিত্র দেখা যাচ্ছে। টিসিবির পণ্য যথাযথভাবেই ক্রেতাদের হাতে যাচ্ছে। কালোবাজারে বিক্রির সুযোগ নেই।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫