অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড বিধিমালা ২০১৯ কমিশনে অনুমোদিত

প্রকাশ: ডিসেম্বর ০৪, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

কিছু সংশোধন এনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড) বিধিমালা ২০১৯ অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান . এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭০৯তম কমিশন সভায় অনুমোদন দেয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কিছু সংশোধন সাপেক্ষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড) বিধিমালা ২০১৯ গতকালের কমিশন সভায় অনুমোদিত হয়েছে। বিধিমালার উল্লেখযোগ্য বিষয়গুলো হলো সব ধরনের অতালিকাভুক্ত সিকিউরিটিজ (যেমন অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার, যেকোনো ধরনের বন্ড, ডিবেঞ্চার, সুকুক, বেমেয়াদি মিউচুয়াল ফান্ড, বিকল্প বিনিয়োগ তহবিল ইত্যাদি) নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে লেনদেনের জন্য অন্তর্ভুক্ত হতে পারবে। এছাড়া সব ধরনের তালিকাচ্যুত সিকিউরিটিজ নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বোর্ডে লেনদেনের জন্য অন্তর্ভুক্ত হতে পারবে।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে কেবল অজড় (ডিম্যাটেরিয়ালাইজড) আকারে সিকিউরিটিজ লেনদেন সম্পন্ন হবে। এছাড়া বিদ্যমান ওটিসি প্লাটফর্মের সিকিউরিটিজগুলো নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বোর্ডে লেনদেনের জন্য অন্তর্ভুক্ত হতে পারবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫