ডাচ্-বাংলা ব্যাংকের রেজিস্টার্ড অফিসের ঠিকানা পরিবর্তন

প্রকাশ: ডিসেম্বর ০৪, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের রেজিস্টার্ড অফিস নতুন ঠিকানায় (৪৭, মতিঝিল বা/, ঢাকা) স্থানান্তর করা হয়েছে। ডিসেম্বর থেকে স্থানান্তর কার্যকর হয়েছে বলে ব্যাংকটি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ারহোল্ডারদের জানিয়েছে।

গত মাসে ডাচ্-বাংলা ব্যাংকের নেদারল্যান্ডসভিত্তিক করপোরেট উদ্যোক্তা নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট ফিন্যান্স কোম্পানি তাদের হাতে থাকা ব্যাংকটির ৪৬ লাখ ৯২ হাজার ৫৫০টি শেয়ারের পুরোটাই হরাইজন অ্যাসোসিয়েটস লিমিটেডের কাছে বেচে দিয়েছে। নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট ফিন্যান্স কোম্পানির কাছে ব্যাংকটির প্রায় শতাংশ শেয়ার ছিল।

২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ৫০ কোটি। এর মধ্যে বর্তমানে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৮৬ দশমিক ৯৯ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে দশমিক ৭৪ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি দশমিক ২৬ শতাংশ শেয়ার রয়েছে। ব্যাংকটির অনুমোদিত মূলধন হাজার ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ডাচ্-বাংলা ব্যাংকের সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ৯০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল টাকা পয়সা। ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫