কর্ন ফেরি গ্লোবাল স্যালারি ফোরকাস্ট

২০২০ সালে এশিয়ায় সর্বোচ্চ বেতন বাড়বে ভারতে

প্রকাশ: ডিসেম্বর ০৪, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

আগামী বছরে ভারতে দশমিক ২০ শতাংশ বেতন বৃদ্ধি পাবে, যা হতে পারে এশিয়ার সর্বোচ্চ বৃদ্ধি। গত সোমবার এক প্রতিবেদনে পূর্বাভাস দেয়া হয়েছে। খবর পিটিআই।

কর্ন ফেরি গ্লোবাল স্যালারি ফোরকাস্টে বলা হয়, ২০২০ সালে ভারতের বেতন দশমিক ২০ শতাংশ বাড়বে, গত বছর যেখানে ১০ শতাংশ বেড়েছিল। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে প্রকৃত বেতন আসলে শতাংশ বাড়বে। প্রতিবেদনে দেখা গেছে, বেতন বৃদ্ধিতে এশিয়ায় নেতৃত্বের আসনে থাকবে ভারত।

কর্ন ফেরি ইন্ডিয়ার চেয়ারম্যান আঞ্চলিক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নভনিৎ সিং বলেন, বৈশ্বিকভাবে প্রকৃত বেতন বৃদ্ধি বড় আকারে ধাক্কা খেলেও শক্তিশালী প্রবৃদ্ধি উপভোগ করছে ভারত।

 বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সরকারের উদারবাদী সংস্কার পদক্ষেপের কারণে ভারতের বিভিন্ন খাতে সতর্ক আশাবাদের সঞ্চার হয়েছে।

কর্ন ফেরির পূর্বাভাস অনুসারে, ২০২০ সালে বৈশ্বিক বেতন বৃদ্ধি পেতে পারে দশমিক ৯০ শতাংশ। দশমিক ৮০ শতাংশ বৈশ্বিক মূল্যস্ফীতি পূর্বাভাসের কারণে প্রকৃত বেতন বাড়তে পারে দশমিক ১০ শতাংশ।

২০২০ সালে এশিয়ার গড় বেতন বৃদ্ধির পূর্বাভাস দশমিক ৩০ শতাংশ। দশমিক ২০ শতাংশ মূল্যস্ফীতির কারণে প্রকৃত বেতন বাড়তে পারে দশমিক ১০ শতাংশ।

কর্ন ফেরি ইন্ডিয়ার অ্যাসোসিয়েট ক্লায়েন্ট পার্টনার রূপাঙ্ক চৌধুরী বলেন, ভারতের গড় বেতন প্রবৃদ্ধি দশমিক ২০ শতাংশ। নিম্ন মূল্যস্ফীতিতে প্রকৃত বেতন বাড়তে পারে দশমিক ১০ শতাংশ, যা বৈশ্বিকভাবে সর্বোচ্চ।

তিনি আরো উল্লেখ করেন, বিশ্বব্যাপী যেখানে বেতন বৃদ্ধিতে শ্লথগতি বিরাজ করলেও ভারতের উচ্চ সম্ভাবনায় এখানে বিশেষ মনোযোগ থাকবে কোম্পানিগুলোর। 

এশিয়ার অন্যান্য উদীয়মান অর্থনীতির মধ্যে ইন্দোনেশিয়ায় ২০২০ সালে দশমিক ১০ শতাংশ বেতন প্রবৃদ্ধি হতে পারে। অন্যদিকে মালয়েশিয়া, চীন কোরিয়ায় যথাক্রমে , দশমিক ১০ শতাংশ বেতন বৃদ্ধি পেতে পারে।

সবচেয়ে কম বেতন বৃদ্ধির পূর্বাভাস জাপান ( শতাংশ) তাইওয়ানের ( দশমিক ৯০ শতাংশ)

১৩০টির বেশি দেশে ২৫ হাজার প্রতিষ্ঠানের দুই কোটির বেশি কর্মজীবীর উপাত্ত বিশ্লেষণ করে বেতন ডাটাবেজ প্রস্তুত করেছে কর্ন ফেরি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫